শ্যামচান্দ পরানের বন্ধু ছাড়লে উপায় নাই

শ্যামচান্দ পরানের বন্ধু ছাড়লে উপায় নাই
কেবা না পীরিত করে কার বা এত বড়াই
তোমার মত রূপে গুণে আর কি মানুষ নাই-
কেন যে ঘামটি দেখাও তুকাইয়া কারণ না পাই
কত জনে করে পীরিত কার এত জ্বালা
তোমার পীরিতে আমার শরীর আইলো ছাই৷
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনি রাই
মান করি বসিয়া রইছে নন্দের কানাই।।

[মান]