শ্যামের বাঁশিরে শ্যাম নাগর কালিয়া

শ্যামের বাঁশিরে শ্যাম নাগর কালিয়া
কুলবধূর কুল মজাইলায় বাঁশরি বাজাইয়া৷
প্ৰথম পিরিতের কালে আইলায় নিতি নিতি
এখন বুঝি গুরু কইলায় দুইপরি ডাকাতি৷
আর কতকাল রাখতাম পিরিত লোকে বৈরী আইয়া৷
শুকশারী পিরিত করে তমার ডালে বইয়া
মনে লয় উড়িয়া যাইতাম বনের পাখী অইয়া৷
ভাবিয়া রাধারমণ বলে মনেতে ভাবিয়া
মনে লয় সঙ্গে যাইব কুলমান খাইয়া।।

[পূর্বরাগ]