শ্যামের মোহন রূপ গো সই ভুলিতে পারি না

শ্যামের মোহন রূপ গো সই ভুলিতে পারি না
মোহন বাঁশির জ্বালায় আমার প্রাণ বাঁচে না।।
না জানি কোন্ কারিগর গড়িয়াছে এরূপ
দেখলে মনে আগুন জ্বলে সইতে পারি না৷
এই পিরিতের এই রীতি এই দশা ঘটিল রে
পিরিত করিয়া ছাড়িয়া গেল এমন পিরিত কইর না।।
সই গো জলের ঘাটে গিয়েছিলাম কলসী কাখে লৈয়া
কালাচান্দে বাজায় বাঁশি রাধার নাম লৈয়া।।
পিরিতের এই দশা প্ৰাণে তো আর সহে না
রাধারমণ বলে এমন পিরিত আর হইল না।।