শ্যামের সনে রাই মিলিল গো মিলিয়া মিশিয়া

শ্যামের সনে রাই মিলিল গো মিলিয়া মিশিয়া
তোরা দেখা গো আসিয়া
নানা জাতি মালা গাঁথি যতন করিয়া
শ্যাম গলে দিতাম মালা গো ঝুলাইয়া ঝুলাইয়া৷
চুয়াচন্দন রাখি কটরায় ভরিয়া
শ্যাম অঙ্গে দিতাম চন্দন ছিটাইয়া ছিটাইয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
আমারে নি করবায় দয়া শ্ৰীমতী জানিয়া।।

[মিলন]