শ্যামরূপ আমার নয়নে লাগিল ভুলিতে পারি না

শ্যামরূপ আমার নয়নে লাগিল ভুলিতে পারি না
পন্থপানে চাইয়া থাকি বন্ধু বিনে কেউ দেখি না৷
যাইতে যমুনার জলে বাঁশি বাজায় কদমতলে
হাসি হাসি বাজায় বাঁশি গৃহে যাইতে প্ৰাণ চলে না৷
কারিগরে কোন্ বা কলে গড়ছে রূপ এমন কলে
দেখলে যায় মন ভুলে ত্রিভঙ্গ কালিয়া সোনা৷
ভাইবে রাধারমণ বলে পিরিতে দুৰ্দশা মিলে
পিরিত ধরি রাখতে পারলে একে লাভ তিনদুনা৷

[পূর্বরাগ]