শ্যামরূপ হেইরে আইলাম গো

শ্যামরূপ হেইরে আইলাম গো, ওগো প্ৰাণে মরিগো ঝুরিয়া।।
কুক্ষেণে জল ভরতে গেলাম নিষেধ না মানিয়া গো।।
একে তা অবলা বালা বাড়ে দ্বিগুণ জ্বালা।।
জলে গেলে দ্বিগুণ জ্বলে নিষেধ না মানিয়া।।
ভাইবে রাধারমণ বলে, প্ৰেম জ্বালায় অঙ্গ জ্বলে।।
আমি কুক্ষেণে গো গিয়াছিলাম জলের লাগিয়া।।

[পূর্বরাগ]