শ্যামরূপে নিয়ন হইরে নিল গো

শ্যামরূপে নয়ন হইরে নিল গো৷
ভুলিতে পারি না আমার কি জ্বালা হইল গো৷
যাইতে যমুনার জলে দেখা হইল কদমতলে
আড়ে আড়ে শ্যাম নাগরে চায় গো৷
নয়ন নিল রূপ বাণে কৰ্ণ নিল বাঁশির বাণে
বিষে অঙ্গ জরজর পুড়িয়া হইলাম ছাঁই গো৷
গোসাই রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
মনের মানুষ বিনে আমার কে করিবে ভালো গো।।

[পূর্বরাগ]