শ্যামরূপে নয়ন আমার নিল গো

শ্যামরূপে নয়ন আমার নিল গো
তারে আমি ভুলিতে না পারি৷
আমার কী জ্বালা হইল গো।।
যাইতে যমুনার জলে বাঁশি বাজায় কদম তলে
আড়ে আড়ে শ্যাম নাগরে আমার পানে চাইল গো
শ্যামনগর ভুজঙ্গ হয়ে দংশিল আমার অঙ্গে
আমার জীবন সংশয় হইল বিষে অঙ্গ ছাইল গো
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
মনের মানুষ বিনে অনল কে নিভাইতে পারে।।