সোহাগের বন্ধুয়া তুমি রে বন্ধু

সোহাগের বন্ধুয়া তুমি রে বন্ধু তোমায় নিবেদন করি
সোহাগে সোহাগে তোমায় নিবেদন করি।। ধু।।
তোমার সোহাগে বন্ধু রে সোহাগিনী বলে
শ্যাম সোহাগী নামটি আমার গোকুল নগরে৷
তোমার সোহাগে বন্ধু সোহাগ মিশয়
সোহাগের অনুরাগে একই অঙ্গ হয়৷
তোমার সোহাগে বন্ধু সোহাগিনী হইয়া-
শ্বশড়ী ননদী দিল কুলটা বানাইয়া-
ভাইবে রাধারমণ বলে সেদিন কি আর পাবো
বনফুলে নয়ন জলে চরণ পুজিবো।।

[বিরহ]