সজনী আমি কি হেরিলাম গৌরাঙ্গরূপ মনোহরা

সজনী আমি কি হেরিলাম গৌরাঙ্গরূপ মনোহরা৷
নিশি অন্তে ভোর যামিনী হেরিলাম গৌরচান্দ গুণমণি
নিদ্রা হইতে চমকিয়া উঠি পাইয়া গৌরচান্দ হইলাম হারা৷
কি দেখলাম কি দেখলাম সখী গৌররূপের ঝিকিমিকি
কি দিয়ে গড়িয়াছে গৌরার বাঁকা দুটি নয়নতারা।।
ভাইবে রাধারমণ বলে গৌর রূপে মন হরে৷
নয়নে লাগিয়াছে যে রূপে সেরূপ কি আর যায় পাশরা।।

[গৌরপদ]