সজনী, আমি ভাবের মরা মইলাম না

সজনী, আমি ভাবের মরা মইলাম না,-
স’জ পিরিতি হইল না৷
সহজ পিরিতি হইতে পারে-
দুইজন হইলে একমানা৷
মধুর লোভে কাল ভমরে
করছে আনা-যানা৷
শুকাইলে কমলার মধু
ফিরে ভমর আসবে না।।
আর ভাইবে রাধারমণ বলে-
মনের ওই বাসনা৷
সহজ পিরিত সিংহের দুধ
মাটির বাসনে টিকে না৷

[সহজিয়া, তাল-খেমটা, মনোহরসাই]