সখী আমার কি জ্বালা গো হইল

সখী আমার কি জ্বালা গো হইল৷
কৃষ্ণ প্রেমে অঙ্গ দহিল।। ধু।।
প্ৰাণ সাঁই সরল প্ৰেমে দাগ দিল।। চি।।
প্রেম কর গো ব্ৰজ মাইয়া প্রেম কর মানুষ চাইয়া
প্ৰাণ সাঁই আখির টানে মন হরিয়া নিল।। ১।।
প্ৰেম করে হইলাম কুলটা লোকে মোরে দেয় খুটা
প্ৰাণ সই এই পিরিতে মন মজিল।। ২।।
প্ৰেমানলে অঙ্গ জ্বলে ভাইবে রাধারমণ বলে
প্ৰাণ সই জীবন থেকে মরণ ভাল।। ৩।।

[পূর্বরাগ]