সখী চল গো সুরধনী জলের ছলে দেখিয়া আসি

সখী চল গো সুরধনী জলের ছলে দেখিয়া আসি কৃষ্ণ গুণমণি৷
কদমতলে বসি কৃষ্ণ বাজায় মোহিনী
আমারে করিল পাগল কৰ্ণে পশি ধ্বনি৷
মুরলী বাজাইয়া বন্ধে কইলো আকুলিনী
ঘরবার করি আমি নিন্দে ননদিনী৷
শাশুড়ি ননদী নিন্দে আর যত গোপিনী৷
আমি তার পিরিতে পাগল কুল কলঙ্কিনী
ভাবিয়া রাধারমণ বলে চল গো সুরধনী
না পাইলে চিকনকলা ত্যাজিমু পরাণি৷

[পূর্বরাগ]