সখী যমুনা পুলিনে গো

সখী যমুনা পুলিনে গো যাবে নি শ্যাম দরশনে।। ধু।।
মন হইয়াছে উন্মাদিনী গো মধুর মুরলীর গানে৷ চি।।
বারি ছাড়া চাতকিনী যেন বনপোড়া হরিণী
তেমনি মতো দন্ধে পরাণি।।
বাঁশির ধ্বনি শুনে উন্মাদিনী গো, অগো বিশাখা
মন প্ৰাণ সহিতে টানে।। ১।।
কাল হইল কালিয়ার বাঁশি, বাঁশি হইল কুলবিশি
বাঁশি মোরে করিল দুষী।।
মনে লয় তার হইতেম দাসী গো অগো বিশাখা সখী
নিয়ে চল শ্যাম যেখানে।। ২।।
বাজায় বাঁশি কালশশী উগরায়ে অমিয়া রাশি
কিবা দিবা কিবা নিশি
আমি কৃষ্ণ প্রেমের অভিলাষী গো অগো বিশাখা সখী
কহে শ্ৰী রাধারমণে।। ৩।।

[পূর্বরাগ]