সোনার ময়না ঘরে থইয়া বাইরে তালা লাগাইছে

সোনার ময়না ঘরে থইয়া বাইরে তালা লাগাইছে
কোন্ রসিকে পিঞ্জিরা বানাইছে।।
মন রে দীক্ষা লইলাম গুরুর কাছে, শিক্ষা লইতাম কার কাছে
গুরুর হাতের চাবি নিয়ে দেখ না তালা খুলে৷
মনরে একটি নদীর দুইটি ধারা উজান ভাটি হইতেছে
সেই নদীতে স্নান করে কত সাধু সন্ত তরিয়া গেছে।।
ভাইবে রাধারমণ বলে, মানবজনম যায় বিফলে
আর হবে না মানবজনম ভাঙলে মাথা পাষাণে।।