শ্ৰীচরণে ভিক্ষা চাই

শ্ৰীচরণে ভিক্ষা চাই, মান ভাঙ্গো গো কমলিনী রাই।। ধু।।
নয়ন তোল কথা বল গো রাধে জন্মের মতো দেখে যাই।। চি।।
হয়ে থাকি অপরাধী বিচার কর নিরবধি আইনবিধি সবে
মাইনে যাই৷
আইনে দণ্ড হইয়া থাকলে দণ্ডনিয়া যাইতে ক্ষতি নাই।। ১।।
চোৰ্য হৈলে চূড়া বাঁশি হইলেম নবীন সন্নাসী
উদাসী হইয়া বেড়াই৷
সোনার অঙ্গে ভুষি মাইখে আমি পাগলের মতো বেড়াই।। ২।।
ভাইবে রাধারমণ বলে মান ভাঙ্গ রাই কমলিনী
হাসি হাসি কৃষ্ণ পানে চায়
তুমি কৃষ্ণ পানে চাইয়া রইলায় গো রাই
তোমার গৃহে যাইবার মন নাই।। ৩।।

[মান]