শ্ৰীহরিনামের তরী পার করিবে গো

শ্ৰীহরিনামের তরী পার করিবে গো ভবসিন্ধু রে মন
মন রে তুই যাবি যদি নিতাইরা নায়।। ধু।।
কায় বাক্য এক করিয়ে ধর যাইয়ে গুরুর পায়৷
দয়াল গুরু যদি কৃপা করে দক্ষিণ কৰ্ণে নাম শুনায়।। ১।।
শ্ৰবণ কীর্তন স্মরণ মনন নামে রুচি সর্বদায়
ছাপান্ন দণ্ড রাত্রে দিনেরে হরিনামের তরীর বিরাম নাই।। ২।।
শ্রদ্ধাপালে প্ৰেমবাতাসে হরি নামের সারি গায়
শ্ৰী রাধারমণে ভনেরে ভবসিন্ধু পারের সময় যায়।। ৩।।

[প্রার্থনা]