সুবল বলনা রে আমি কি করি এখন

সুবল বলনা রে আমি কি করি এখন শ্ৰী রাধার মাধুর্যগুণে
হরিয়া নিল মন।। ধু।।
রাধা আমার প্রাণের প্রাণ জীবনের জীবন
তিলে পলে না হেরিলে এ চন্দ্ৰবদন৷
শুইলে স্বপনে দেখি সদা উদ্দীপন-
চিন্তামণি কমলিনী সাধনেরই ধন৷
শীঘ্ৰ যাইয়া করো ভাই রাধা অন্বেষণ
রাধাকুণ্ডের তীরে যাইয়া ত্যেজিব জীবন৷
রাধাকুণ্ডের পারে গিয়া করো পুষ্পাসন
বাঁশির সুরে কমলিনী ডাকে ঘন ঘন৷
শুনিয়া ধ্বনি কমলিনী চমকিত মন-
রাধারমণ বলে আশা হবে কি পূরণ।।

[বিরহ]