সুরধনীর কাছে নিত্য কমল কলি ফুটিয়াছে

সুরধনীর কাছে নিত্য কমল কলি ফুটিয়াছে৷
গন্ধে মত্ত ভক্ত ভ্ৰমর মধুলোভে ধাইয়াছে।। ধু।।
গাছের গোড়া বৃন্দাবনে তপন তনয়া কাছে, সৈ৷
প্ৰেম বাতাসে উৎলা পাইয়ে মৃণাল নৈদে আসিয়াছে৷
সজল উজ্জ্বল রসে মনমথে গঠিয়াছে সৈ৷
মনোহর রাধার রূপ অঙ্গে মাখিয়াছে৷
প্ৰভু রঘুনাথ কহেন, কমল মাঝে কাল মানিক ছাপিয়া আছে সৈ
তারে ধরতে গেলে না দেয় ধরা, রাধারমণ বলিয়াছে৷

[গৌরপদ]