সুরধনীর কিনারায় কি হেরিলাম নাগরী গো

সুরধনীর কিনারায় কি হেরিলাম নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়৷
সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর রামাবলী গায়৷
সুন্দর নয়নে চাহে যার পানে
দেহ হইতে প্ৰাণটি লইয়া যায়।।
যখন গৌরায় গান করে নৈদাবাসীর ঘরে ঘরে
গৌরা প্ৰেমবশে রাধার গুণ গায়৷
না জানি কোন্ রসে ভাসে একবার কান্দে একবার হাসে
পূর্ণশশী উদয় নদীয়ায়৷
ভাইবে রাধারমণ বলে একবার আইনে দেখাও তারে
আমি জন্মের মত বিকাই রাঙা পায়।।

[গৌরপদ]