সুরধুনীর তীরে গো সোনার গৌর উদয় হইয়াছে

সুরধুনীর তীরে গো সোনার গৌর উদয় হইয়াছে
দেখবে যদি আয় গো তোরা, কী শোভা ধরেছে গো।।
অঙ্গে শোভে নামাবলী আনন্দে দুই বাহু তুলি
হরি বল হরি বল বলি প্ৰেমানন্দে নাচে গো৷
যতই দেখি সাধ মিটে না, এ জগতে নাই তুলনা গো
আমায় মনে লয় তার সঙ্গে যাইতাম
আমার কপালে যা আছে গো
ভাইবে রাধারমণ বলে আমি গৌর পদে সপিব গো৷