তোমার পাদপদ্মে মজিয়ে থাকি হরি

তোমার পাদপদ্মে মজিয়ে থাকি হরি হে আমার এই বাসনা
আমি বাঞ্ছা করি তোমায় হেরি বংশীধারী কাল সোনা৷
মন চোরা রাখালের বেশে আমার হৃদয় মাঝে দাড়াও এসে
আমার দেহ হউক কদমতলা অশ্রুধারা হউক যমুনা৷
বাজাইয়া মোহন বাঁশি একবার ব্রজের খেলা খেলো আসি
আমার দেহ হউক ব্রজের ধুলা প্ৰাণ হউক ব্ৰজাঙ্গনা৷
শ্যাম কলঙ্কের অলংকারে রমণ চাহে সাজিবারে
আমি ধর্ম অর্থ মুক্তি ছেড়ে করব তোমার নাম সাধনা৷

[প্রার্থনা]