তুমি নি রমণীর মনচোরা রে বন্ধু

তুমি নি রমণীর মনচোরা রে বন্ধু সুনার চান৷
তুমি ধন তুমি প্ৰাণ তুমি আমার সে জীবন
তুমি আমার নয়নের মণি রে বন্ধু সুনার চান৷
কলসী ভাসাইয়া জলে ও প্রাণবন্ধুরে লইলাম কোলে৷
যাউক যাউক কুলমান তোমায় যদি পাই, সুনার চান৷
সুনার সুতে সুত বলিয়া বরশির কলে টুপ গাথিয়া
লুকাই লুকাই নিলায় রাধার প্রাণ রে বন্ধু সুনার চান৷
ভাবিয়া রাধারমণ বলে প্ৰেম করিও না শঠের সনে
প্ৰেম করিয়া হইলাম জিতেমারা, রে সুনার চান৷

[পূর্বরাগ]