উপায় বল রে বেভুলার মন, ভবসমদুর তরিবার

উপায় বল রে বেভুলার মন, ভবসমদুর তরিবার।। ধু।।
মায়াতে মগন হইয়া অসারকে জানিছ সার,
গুরুভক্তি নাই অন্তরে, স্ত্রীপুত্রের হইছে বেগার৷
ভাঙ্গা নাও সওয়ারী মনা, মস্তুল কইলাম সার,
‘অজপারে’ সাধন কৈলে নামের গুণে হবে পার৷
বাউল রাধারমণ বলে গুরুর চরণ কর সার
গুরুর চরণ সাধন কইলে ডঙ্কা মারি হবে পার৷

[সহজিয়া]