উপায় কি করি গো বল মনোচোরা

উপায় কি করি গো বল মনোচোরা শ্যাম বাদী হইল৷
শুধু দেহ থইয়া মনপ্ৰাণ বন্ধে কুন সন্ধানে ভইরা নিল।।
সর্পের বিষ ঝারিতে নামে প্রেমের বিষ উজান চাল
আমার রসরাজ বৈদ্য আসলে বিষ ঝাইরে যে করবে ভাল।।
চান্দমুখ তুইলে প্ৰাণ ধইরতে গেলে অধর চান্দ
ধরতে গেলে না দেয় ধরা অদর্শনে প্ৰাণটি গেল৷
ভাইবে রাধারমণ বলে শুন গো তোমরা সকলে
বিনা অফরাদে বন্ধে অভাগীরে ছাইড়ে গেল।।

[বিরহ]