ভবের খেলায় হেলায় দিন যায়

ভবের খেলায় হেলায় দিন যায়৷
না হইল সাধন, গুরুর চরণ, পাছে মন কি হবে উপায়।। ধু।।
গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য রূপে সাধু… প্ৰায়।। চি।।
মায়া মোহ জলধি, যে নীরে ডুবলে হারায় জ্ঞানবুদ্ধি
তাপত্ৰয়ে নিরবধি তাঁটবেণী দ্রমায় তোল
মনুষ্য দুর্লভ জন্ম বিফলে ধরায়৷
কাম ক্ৰোধ লোভ আদি, রিপু, ইন্দ্ৰিয় ভজন বাদী
গুরুবাক্য মহৌষধি রেখে হৃদয়ে সদায়৷
মনরে ভব বন্ধন, হবে মোচন, শ্ৰীগুরুর কৃপায়৷
ধনজন সব, স্ত্রী পুত্ৰ ধন রঙ্গ তামাসা কিছু সঙ্গে নাহি যায়৷
রাধারমণে ভণে, রঘুনাথের ভাজ রাঙ্গা পায়৷

[প্রার্থনা]