ভজ ও মন প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য
অবধূত নিত্যানন্দ রায়।।
ভজ অদ্বৈত শ্ৰীবাস প্রিয় গদাধর দাস
শ্রীনিবাস রামানন্দ রায়৷
অনর্পিত প্ৰেমবারি সিঞ্চিল জগৎ ভরি
রাধাপ্ৰেমে অবনী ভাসায়।।
শ্ৰীনন্দনন্দনহরি নবদ্বীপে অবতার
প্ৰেম নাহি মাগে অবলায়৷
অতি হীন অকিঞ্চনে ভজন বিহীন জনে
শ্ৰীরাধারমণ গায়।।
[গৌরপদ]