ভজ ওরে মন শ্ৰীকৃষ্ণ চৈতন্য
নিত্যানন্দ রায়
অদ্বৈত শ্ৰীবাস গদাধর দাস
শ্ৰীনিবাস রসময়৷
মহাপ্ৰভু মনে যেই রাত্ৰিদিনে
সাজাতে প্ৰেম বাদল
অনর্পিত ধন করে বিতরণ
জীবে বলয়ে গরল।।
মানুষ রতন হয় যেই জন
কৃষ্ণ প্ৰেমে ভেসে যায়
ছাড়ি কর্মজ্ঞান করে গুরুধ্যান
মন বলি রে তোমায়৷
আত্মসুখ ছাড়ি বলা হরি হরি
শ্ৰী রাধারমণে গায়।।
[গৌরপদ]