ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া

ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া
কালিন্দীর স্রোতে আমার কলসী গেল ভাইয়া।।
কদমতলে বাঁশি বাজায় শ্যাম নাগর কালিয়া
বিধুমুখে মধুর হাসি, আমার প্রাণ নিল হরিয়া।।
সখীরে কুলমান সবই নিল নয়ন পানে চাইয়া
আমার অন্তরে তুষের অনল জ্বলে গইয়া গইয়া।।
প্রেমের জ্বালায় সখি মরি গো জ্বলিয়া
কোন্ বিধি গড়ে দিল কতই রূপ দিয়া।।
সইগো আমার প্রাণ কান্দে শ্যামরূপ হেরিয়া
আমার প্রাণমন কাইড়া নিল রসের বিনোদিয়া৷
ভাইবে রাধারমণ বলে শ্যামের দিকে চাইয়া
প্রেমের ফাঁসি লাগলে গলে আগুন জলে গইয়া।।