ভালোবাসা মানে

ভালোবাসা মানে দু’জনের পাগলামি
পরস্পরের হৃদয়ের কাছে টানা,
ভালোবাসা মানে জীবনে ঝুঁকি নেয়া
কোথাও হারিয়ে যেতে তাই নেই মানা।

ভালোবাসা মানে শুধুই ক্ষণে ক্ষণে
প্রেমিক মনে এক নতুনের গান গাওয়া,
ভালোবাসা মানে কখনো প্রয়োজনে
বাঁধনের এই সেই বন্যায় ভেসে যাওয়া।

ভালোবাসা মানে কোনো ভুল হলে পরে
বিরহ বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি,
ভালোবাসা মানে কফি কাপে চুমুকেতে
শুধু কথা আর হবে প্রেম ফাটাফাটি।

ভালোবাসা মানে টেলিফোনে চুপি চুপি
সারাটি রাত ধরে গেঁথে যাও কথামালা,
ভালোবাসা মানে কবি-কবি ভাবনাতে
কোন কবিতায় মগ্ন যা বড় জ্বালা।

ভালোবাসা মানে শাসনের বেড়াজালে
নিজের অজান্তে মনকে বেঁধে ফেলা,
ভালোবাসা মানে স্বপ্নের জাল বুনে
সারাজীবন ধরে ভয়হীন পথ চলা।

কন্ঠ: নকিব খান
(কবি রফিক আজাদের ভালোবাসার সংজ্ঞা অবলম্বনে।)