হয়নি যাবার বেলা

হয়নি যাবারও বেলা
শুরুতেই সবকিছু শেষ করে
কেন চলে গেছো?
আমারও ছিলো কিছু বলার
শুনতে না চেয়ে শুধু
নিজেকে নিয়েই তুমি আছো।

কিছু কিছু ভুল থাকে মনে নিতে হয়
জমিয়ে রাখলে আসে মনে আসে সংশয়,
অভিযোগ থাকলে তা লুকিয়ে রেখে
বিরহ বাড়াতে শুধু সত্যি ঢেকে।

তোমারই চলে যাওয়ায় চাঁদ ডুবে গেছে
কিছুই রইলো না তো স্তব্ধতা আছে,
তবু আশা ভুল সে তো ভাঙবে তোমার
আসবে ফিরে নিয়ে স্বপ্ন অপার।

কন্ঠ: খালিদ
সুর: প্রিন্স মাহমুদ