বলিনি কখনো তোমায়
এনে দেবো আকাশের চাঁদ,
এনে দেবো জোছনা
আর তারা ভরা রাত।
বলিনি কখনো
শুধু তুমি আমার আপন
তুমি ছাড়া এ জীবনে
হবে মরণ।
মনে রেখো শুধু তোমারই আছি
আমি তোমারই ছিলাম,
ভালোবাসার বাজারে
তুমি তা দিয়েছো নিলাম।
কথার মালায় করতে
পারিনি তোমাকে আপন,
পরাজয়ে নিঃস্ব দু’চোখ
ভুলেছে স্বপন।
বলিনি তোমায় নিয়ে
দেবো সাত সাগর পাড়,
পাহাড় চূঁড়া থেকে ছুঁটবো
আমি শুধু বারেবার।
বলিনি কখনো শুধু
তুমিই একজনা,
তোমারই আশায় আমি
বেঁচে আছি।
দাঁড়িয়ে আছি আমি দেখো
এই বুকটা চিঁড়ে,
নাও খুঁজে আমাকে
শত মানুষের ভীড়ে।
না বলা কথার মালা
সবই দেবো পড়িয়ে,
কষ্টগুলো দূরে ছুঁড়ে
দাও সরিয়ে।
কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু