রঙ্গীন পৃথিবী

রঙিন এই পৃথিবীতে তবে কেন সাদা কালো
মানুষেরই এত ভীড়ে আছে কেন মন্দ ভালো,
জীবনের চলার পথে সবার কেন কান্না হাসি
দু’ধারার এই স্রোতের মাঝে তোমায় শুধু ভালোবাসি।

ভালোবাসা, শুধু ভালোবাসা
তোমার জন্য ভালোবাসা,
মিছে আশা, শুধু নিরাশা
রেখেছো কি আমারই জন্য?

ফুলে ভরা বাগান তবে কেন হবে ঘ্রাণহীন মরুভূমি
শীতল সাগরে হবে কেন আমার তরী ভরাডুবি,
ক্ষণে ক্ষণে দু’চোখ আমার হয় শুধু আঁধার আলো
ছুঁটে চলেছি তোমারই আশায় কবে তুমি বাসবে ভালো।

আকাশ ভরা তারার মেলা তবে কেন হবে ভীষণ কালো
শ্রাবনের মেঘের ভেলায় আছে কেন এত আলো,
বাঁকে বাঁকে পথের খোঁজে হারিয়েছি ঠিকানা
প্রেমে ডুবেছি তোমারই তুমি তা জানো না।

কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু