দেশলাই

আমাকে আর পাবে না, বুঝলে?
আমাকে আর পাবে না।

একটা দেশলাই কাঠি জ্বালাও
আ হাহ্ আ হাহ্ আ হাহ্

একটা দেশলাই কাঠি জ্বালাও
তাতে আগুন পাবে।
শীতের কাছ থেকে দূরে পালাও
তাতে ফাগুন পাবে।
তবু আমাকে আর পাবে না।।

কারণ আমায় অবহেলা করেছ
আরে আমায় নিয়ে খেলা করেছ
করেছ তুমি আমায় নিয়ে খেলা করেছ।
আ হাহ্ আ হাহ্

হো…
আকুতি জানাও মেঘের কাছে
জল পাবে।
যদি তোমার যত্নে গাছ বাঁচে
ফল পাবে।

আমাকে আর পাবে না, বুঝলে?
আমাকে আর পাবে না।

পাবে না, পাবে না তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না।

কালও সকালে আসবে বলে তুমি
আসতে অনেক বেলা করেছ।
আরে আমায় নিয়ে খেলা করেছ
করেছ তুমি আমায় নিয়ে খেলা করেছ
আ হাহ্ আ হাহ্ আ হাহ্ আ হাহ্

হো…
পাখির কাছে মিনতি কর
গান পাবে।
যদি ক্ষেতে তুমি হাল ধরো
ধান পাবে।

আমার সাঁপে কাটা কপালটিকে
শেষে বেহুলা হেলা করেছ
আরে আমায় নিয়ে খেলা করেছ
করেছ তুমি আমায় নিয়ে খেলা করেছ।
আহাহ্! আহাহ্!

কন্ঠঃ নির্ঝর
সুরঃ রাহুল দেব বর্মণ