আছ ত’ বেশ!

আছ ত’ বেশ মনের সুখে!
আঁধারে কি না কর, আলোয় বেড়াও বুকটি ঠুকে।
দিয়ে লোকের মাথায় বাড়ি, আন্‌লে টাকা গাড়ি গাড়ি,
প্রেয়সীর গয়না-সাড়ী, হ’ল গেল লেঠা চুকে!
সমাজের নাইক মাথা, কেউ ত আর দেয় না বাধা;
সবি টের পাবে দাদা, সে রাখ্‌ছে বেবাক টুকে;
যত যা’ ক’রে গেলে, সেইখানে সব উঠ্‌বে ঠেলে,
তুমি তা’ টের কি পেলে,
নাম উঠেছে যে ‘Black Book’এ?
কে কারে ক’র্‌বে মানা? অমনি প্রায় ষোল আনা,
ভিজে বেড়ালের ছানা, ভাল মানুষ মুখে;
যত, খুন ডাকাতি প্রবঞ্চনা, মদ গাঁজা ভাঙ্গ্‌ বারাঙ্গনা,
এর মজা বুঝবে সে দিন,
যে দিন যাবে সিঙ্গে ফুঁকে!

বাউলের সুর- গড় খেম্‌টা