আয়ুভিক্ষা

আজি, শিথিল সব ইন্দ্রিয়, চরণ-কর নিষ্ক্রিয়,
তিমিরময় প্রাণপ্রিয় গেহ;
কে, শান্তি-সুখ দূর করি’, বজ্রকরে কেশ ধরি’,
বেগভরে শূন্যে তোলে দেহ!
হে, পুঞ্জ-অলি-গুঞ্জরণ-মঞ্জুল-নিকুঞ্জ-বন!
সজ্জিত-বিলাস-গৃহ রম্য।
দাস-গণ-জুষ্ট, পরিপূরিত সুগীত-রবে,
দীনজন-চির-অনধিগম্য।
হে হেমমুকুট! মণি-রঞ্জিত সুমঞ্চ শত!
দীপ্ত মতি-হীরক-প্রবালে;
চন্দন-প্রলিপ্ত-মৃগনাভি! হে কস্তুরী!
সুরভিত সুগন্ধি-ফুল-মালে।
কমল-কুল-মণ্ডিত, মধুপ-কল-গুঞ্জিত,
নিৰ্ম্মল, প্রশান্ত, শতবাপি!

বনভবন-চারি-শুকসারী-পিক-পাপিয়া!
পুচ্ছধর সুন্দর কলাপি!
হে রাজছত্র! হে রাজপদ-গৌরব!
হে হর্ম্ম! রত্ন-গজ-রাজি!
(আজি) বিপলমিত-আয়ু কর দান, চিরসেবিত
বন্ধু মম, হে বিভব-রাজি!

সুরগরলখণ্ডনং- সুর।