বিচার

জ্ঞান-মুকুট পরি’, ন্যায়-দণ্ড করে ধরি’,
বিচার-আসনে যবে বসিবে, হে বিশ্বপতি;
“জয় রাজেশ্বর!” রবে, ব্ৰহ্মাণ্ড ধ্বনিত হবে,
জল স্থল মহাব্যোম, চরণে করিবে নতি!
একান্ত জানিয়া এই স্থূলদেহ-পরিণাম,
বিলাস-বিমুখ, যারা করে সদা হরিনাম,
সরল ব্যাকুল প্রাণে কেবলি তোমারে চায়,
সুখ দুখে সমভাবে তোমারি মহিমা গায়,-
ধৰ্ম্মলোকে সমুজ্জ্বল, ছুটিবে সাধকদল,
প্রাণ রাখি, পদতলে, করিবে তব আরতি!
আজনম পাপ-লিপ্ত, ল’য়ে এ তাপিত চিত,
দূরে রব দাঁড়াইয়া, লজ্জিত কম্পিত ভীত;
সব হারাইয়া প্রভু, হ’য়েছি ভিখারী দীন,
তোমারে ভুলিয়া, হায়, নিরানন্দ কি মলিন;
কোন্ লাজে দিব পায়? এ হৃদি কি দেওয়া যায়?
সে দিন আমার গতি কি হবে, হে দীনগতি!

ভৈরবী- কাওয়ালী।