চির মিলন

আর কি আমারে দিতে পারে সে মনোবেদন?
সখিরে, ভালবাসিতে, আসিতে, আর সে ধন্য।
নিশীথে মাধবীবনে, দেখা হ’ল সখা-সনে,
(অমনি) প্রাণে সে রহিয়া গেল, বিরহ আর হ’ল না।
দিও না তাহারে বাধা, ‘এস’ ব’লে কেন সাধা?
(আমার) চির-মিলনের দেশে, নাহি বিরহ-যাতনা;
আঁখি মুদি হিয়া-মাঝে, সে মধু-মাধুরী বাজে,
মানসে চরণ পৃজি, পরশে নাহি বাসনা।

বেহাগ- কাওয়ালী।