চির-তৃপ্তি

সখা, তোমারে পাইলে আর,-
বৃথা, ভোগসুখে চিত রহে না রহে না;-
(সে যে) অমৃতসাগরে ডুবে যায়,
সংসারের দুখ তারে দহে না দহে না।

(সে যে) মণিকাঞ্চন ঠেলে পায়,
(রাজ) মুকুট চরণে দ’লে যায়,
কি বস্তু হিয়ামাঝে পায়,-
আমাদের সনে কথা কহে না কহে না।

(সখা) তোমাতে কি সুধা, কি আনন্দ!
(কত) সৌরভ! কত মকরন্দ!
সকল বাসনা চিরতৃপ্ত;-
এ জনমে আর কিছু চাহে না চাহে না।

ভৈরবী -কাওয়ালী