চিত্রিত মানব

অর্থ আছে, কপর্দ্দক নাহি করে ব্যয়;
বিদ্যা আছে, কারো সনে কথা নাহি কয়;
বুদ্ধি আছে, ব’সে থাকে কাজ নাহি করে;
রূপ আছে, বদ্ধ থাকে গৃহের ভিতরে;

শক্তি আছে, নাহি করে পর-উপকার;
তেজঃ আছে, দাঁড়াইয়া দেখে অবিচার;
সে নর চিত্রিত এক ছবির মতন,-
গতি নাই, বাক্য নাই, জড়-অচেতন।

উপদেশ- মানুষের গুণ বা সম্পদ কাজে লাগিলেই মঙ্গল-নতুবা সেই গুণ বা ধন থাকা আর না থাকা-দুইই সমান।