দেহাভিমান

এই দেহটার ভিতর বাহির ছাই;
এতে, ভাল জিনিস একটি নাই!
পদ্ম-চক্ষু, নাসা তিলের ফুল!
কুন্দ-দন্ত, বিম্ব-অধর, মেঘের মতন চুল,
(কামের) ধনু ভুরু, রম্ভা ঊরু,
রং সোণা, কও আর কি চাই?
(এটা ত) অস্থি, চৰ্ম্ম, মাংস, মজ্জা, মেদ,
মূত্র, বিষ্ঠা, পিত্ত, শ্লেষ্ম, দুর্গন্ধময় ক্লেদ?-
এটা পুতে রাখে, পুড়িয়ে ফেলে,
(না হয়) অম্নি ফেলে দেয় রে ভাই!
(এর আবার) দু’টো একটা নয় ত’ সরঞ্জাম;
মোজা, জুতো, চসমা, সাবান, কত ব’ল্‌ব নাম?
প্রয়োজনের নাইক সীমা, জুট্‌লো অসংখ্য বালাই!
কান্ত বলে, একটু ভাব,-
এই, মিছের জন্যে সত্যি গেল, এই ত হ’ল লাভ!
সার যেটা, তাই সার ভাব না,
সার ভাব এই শরীরটাই!

বাউলের সুর- গড় খেম্‌টা।