ডেপুটী

আমরা ‘Dey’ কি ‘Ray’ কি ‘Sanyal’,
আমরা, Criminal Benchএ Daniel’,
আমরা, আসামী-শশক তেড়ে ধরি, যেন
Blood hound কি Spaniel!

আমরা, দেখ্‌তে ছোকরা বটে,
কিন্তু কাজে ভারি চট্‌পটে;
যাঁহা, এজলাসে বসি, মেজাজ রুক্ষ,
চট ক’রে উঠি চ’টে।

আমাদের বয়সটা খুব বেশী নয়,
আর এই, পোষাকটাও এদেশী নয়;
আর ঐ, ‘হাম্‌বড়া’ ভাব, মোদের অস্থি-
রক্ত-মাংস-পেশী-ময়।

দু’শ তিন ধারা কি প্রশস্ত!
দেখে, ফরিয়াদীগুলো ত্রস্ত;
প্রায়, Civil nature ব’লে, দিয়ে দেই
মধুময় গলহস্ত।

বড়, কায়দা হ’য়েছে ‘Sumnmary’,
ওহো! কি কল ক’রেছে, আ মরি!
To record a deposition at length,
What an awful drudgery!

ঐ, ফেলে Summaryর ফেরে,
আমরা, যার দফা দেই সেরে,
যে যে চিরতরে কেঁদে চ’লে যায়,
আর কভু নাহি ফেরে।

আমরা, ধমকাই যত সাক্ষী,
বলি, নানাবিধ কটু বাক্যি,
আর, যেটা এজাহার-খেলাপে যায় না,
সেটার বড়ই ভাগ্যি।

এই কবলে আসামী পেলে,
বড় দেই না খালাস bailএ,
আর, ঠিক জেনো, যেন তেন প্রকারেণ,
দিবই সেটাকে জেলে।

আর, যদি দেখি কিছু সন্দ,
ঐ, প্রমাণটা অতি মন্দ,
তবে, আপীল-বিহীন দণ্ডে ক’রে দি,
খালাসের পথ বন্দ।

কারণ, খালাসটা বেশী হ’লে,
উঠেন, কত্তাটি ভারি জ্বলে,
আর, শাস্তি ভিন্ন promotion নাই,
কাণে কাণে দেন ব’লে।

কিন্তু, হঠাৎ সাহেবের পা’টা
লেগে, বাঙ্গালীর পিলে ফাটা,-
কভু, মোদের সূক্ষ্মবিচারে দেখেছ
আসামীর জেল-খাটা?

আর ঐ, মফস্বলে গেলে,
বেশ, বড় বড় ডালা মেলে,
আরে, প্রতিদান সেটা, তবু লোকে কয়
ডিপুটিটা ঘুষ খেলে।

আর ঐ, কত্তাটি ভালবেসে,
যদি কাণ ম’লে দেন ক’সে,
ঐ, কর-কমলের কোমলতা, করি
অনুভব, হেসে হেসে।

এই নাসায় বিলিতি গুঁতো,
আর এই, পৃষ্ঠে বিলিতি জুতো,-
একটু, দৃষ্টিকটুতা-দুষ্ট হ’লেও,
তুষ্টিময় বস্তুতঃ।

সুর- “আমরা বিলেত ফেরত ক’ভাই”-D. L. Roy.