দুর্গতি

আর, কত দিন ভবে থাকিব মা?
পথ চেয়ে কত ডাকিব মা?
(তুমি) দেখা তো দিলে না, কোলে তো নিলে না,
কি আশে পরাণ রাখিব মা?

(আমায়) কেহ তো আদর করে না গো,
পতিতে তুলিয়া ধরে না গো,
(মম) দুখে কারো আঁখি ঝরে না গো;-
(তবু) মোহ নাহি টুটে, ঘুম নাহি ছুটে,
আর কত দিনে জাগিব মা?

(আমি) শত নিঠুরতা সহিয়া গো,
হৃদয়-বেদনা বহিয়া গো,
(কত) কেঁদেছি তোমারে কহিয়া গো;-
(আমি) আঁধারে পড়িয়া, কাঁদিয়া কঁদিয়া,
আর কত ধূলো মাখিব মা?

মিশ্র খাম্বাজ- একতালা।