একে পর্য্যবসান

সে, এক বটে, তার শক্তি বহু, একাধারে,
তার, বিচিত্রতা কি বিপুল, ভে’বে দেখ্‌নারে!

জগতে কত কোটি লোক দেখ্‌;-
আন্ বেছে তুই দুটো মানুষ,
সব রকমে এক;
লক্ষ প্রভেদ দেহ-মনে,
কার জানা আছে, কে রেখেছে গণে,
কোন্ দরশনে?
গোটা দুই ভেদ বু’ঝে তুই গর্ব্বে অধীর,
বৈজ্ঞানিক-বীর, একেবারে!

হাতে নে’ দুটো গোলাপ ফুল,
পাপড়ি, রঙ্গে, ওজন, ঢঙ্গে,
নয়কো সমতুল;
তু’লে আন দুটো বেল-পাতা,-
এক প্রণালীতে ঠিক দু’টো গাঁথা,
গোড়া থেকে মাথা;
তবু ঐ, ক্ষেত্রে, শিরায়, ভেদ কত তায়,
মিল্‌বে না তার চারিধারে।

চেয়ে দেখ্‌, তড়িৎ, আলো, তাপ,
গ্রহের গতি, আকর্ষণ, আর
জড়ের আবির্ভাব;
ঐ, শক্তি নদীর ঢেউ গুলি,
ক’চ্ছে যেন গো সদা কোলাকুলি,
উঠ্‌ছে মাথা তুলি’,-
ওরা ঐ, এক হ’তে আসে, ভিন্ন বিকাশে,
মেশে গিয়ে এক পারাবারে!

মিশ্র খাম্বাজ- খেমটা।