এখনও

যমের বাড়ী নাই কোনও পাঁজি;
তার নাইক দিন-বাছাবাছি।
সে তো মানে না রে বারবেলা, দিক্‌শূল,
গ্রহগুলো রাজ্য হ’তে তাড়িয়েছে বিল্‌কুল,
অমাবস্যা, ত্র্যহস্পর্শ, কিছুতে নয় গররাজী।
মাসদগ্ধা, কি ভরণী, পাপযোগ;-
সে কি দেখে, কতক্ষণ কার আছে শনির ভোগ?
সটান টিকি ধ’রে টেনে নে যায়,
কিসের টিক্‌টিকি হাঁচি?
ভাব্‌ছে কান্ত ক’দিন থেকে তাই,-
সে ষণ্ডামার্ক কখন এসে ধর্‌বে ঠিক ত নাই;
এখনও কি রইবি ভুলে হরিনাম, রে মন পাজি?

বাউলের সুর- আড় খেম্‌টা।