এস

বিবেকবিমলজ্যোতিঃ
জ্বেলেছিলে তুমি হৃদয়-কুটীরে;
তোমারি আলোকে তোমারে দেখেছি;
তোমারি চরণ ধ’রেছি শিরে।
যৌবনে, হরি, ছাইল ভীষণ
অবিশ্বাস-ঘনমেঘে;
বহিল প্রবল পাপ-পবন;
ডুবাইল ঘোর অন্ধ তিমিরে।
আরো একবার এস, প্রভু এস,
দীপ্ত মিহির-রূপে;
পাপ-যামিনী পোহাইবে, ঊষা
উদিবে পুণ্য-কিরণে, ধীরে।

টোরী ভৈরবী- একতালা।