ও ত, ফিরিল না, শুনিল না,
তব সুধাময় বাণী;
প্রভু ধর ধর,-
আন তব পানে টানি’।
না চিনে তোমারে, না করে তত্ত্ব,
অন্ধ বধির মদির-মত্ত,
পথে চ’লে যেতে,
ট’লে পড়ে পা দু’খানি।
পতিত কি এক মহাবর্ত্ত-ভ্রমে,
পরিশ্রান্ত পিপাসিত পথ-শ্রমে,
ঢাল সুধাধারা,-
ফিরাইয়া ঘরে আনি।
গৌর সারঙ্গ-মধ্যমান।