হিংসার ফল

পাখীরা আকাশে উড়ে, দেখিয়া হিংসায়,
পিপীলিকা বিধাতার কাছে পাখা চায়;
বিধাতা দিলেন পাখা, দেখ তার ফল,-
আগুনে পুড়িয়া মরে পিপীলিকা-দল।

মানবের গীত শুনি হিংসা উপজিল,
মশক বিধির কাছে সুকণ্ঠ মাগিল;
গীত-শক্তি দিল বিধি; দেখ তার ফল,-
নর-করাঘাতে মরে মশক-সকল।

উপদেশ- কখনও কাহারও হিংসা করিও না। হিংসা করা বড় দোষ। নিজের অবস্থায় সন্তুষ্ট থাকা সকলেরই উচিত।