আঃ, যা কর, বাবা, আস্তে, ধীরে,-
ঘা কর কেন খুঁচিয়ে?
পাত্লা একটা যবনিকা আছে,
কাজ কি সেটাকে ঘুচিয়ে?
ফে’লোনা পৈতে কেটোনা টিকিটে,
সর্ব্ব-বিভাগে প্রবেশ-টিকিট এ,
নেহাৎ পক্ষে টাকাটা সিকিটে
মেলেও ত’ ন্যাকা বুঝিয়ে।
কালিয়া কাবাব চপ্, কাট্লেট্,
টিকি ঝাড়, আর খাও ভরপেট,
পৈতেটা কাণে তুলে নিয়ে ব’স,
নামাবলাখানা কুঁচিয়ে,
মূর্খশাস্ত্র অতি বিদঘু’টে!
অকারণ অভিশাপ কুক্কুটে,
বলা তো যায় না কিছু মুখ ফু’টে,-
যা’ কর নয়ন বুজিয়ে।
শঙ্খবটী, বা নৃপবল্লভে,
এমন হজম কখন কি হবে?
পাচকের সেরা পৈতেটা ছেঁড়া,
টিকি কাটা, কি কুরুচি এ!
কীর্ত্তন-ভাঙ্গাসুর- গড় খেমটা।