হ’ল না

এত কোলাহলে প্রভু, ভাঙ্গিল না ঘুম;
কি ঘোর তামসী নিশা, নয়নে আনিল মোহ,
এ জীবন নীরব নিঝুম!

প্রেমিক হৃদয় গুলি, প্রেমানল-শিখা তুলি’,
“জয় প্রেমময়!” বলি’, তব পানে ধায়;-
সে বহ্নি-পরশে মম, সিক্ত ইন্ধন-সম,
হৃদি হ’তে উঠে শুধু ধম।

সবারি পরাণ, নব অরুণ কিরণে তব,
ফুটিয়া দুলিয়া হাসি’, সুরভি বিলায়;-
মোহালস টুটিল না, সে কিরণে ফুটিল না
আমারি এ হৃদয়-কুসুম।

মিশ্র ভৈরবী- আড় কাওয়ালী।